Avishkar Salvi: ভারতের সবচেয়ে শিক্ষিত ক্রিকেটার ইনি, চাইলে নাসা কিংবা ইসরোতে চাকরি করতে পারতেন!
সব থেকে শিক্ষিত ভারতীয় ক্রিকেটার কে? এই আলোচনায় বারবার অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথ, আর অশ্বিন ও রাহুল দ্রাবিড়ের নামই উঠে এসেছে। কিন্তু অলক্ষ্যে থেকে গিয়েছেন আবিষ্কার সালভি। ঘটনাচক্রে তাঁর চেয়ে শিক্ষিত ক্রিকেটার গোটা দেশে আর কেউ নেই।
সালভির শিক্ষাগত যোগ্যতা শুনলে চোখ কপালে উঠবে। অ্যাস্ট্রোফিজিক্সে পিএইডি করেছেন তিনি। প্রাক্তন ফাস্টবোলার আবিষ্কার যা নিয়ে পড়াশোনা করেছেন, সেই বিষয়ে জ্ঞান অর্জনকারীরা সাধারণত ইসরো বা নাসায় কাজ করে থাকেন। তবে সালভি বেছে নেন বাইশ গজকেই।
গুরুতর চোটের জন্য জাতীয় দলে সালভির ক্রিকেট কেরিয়ার একেবারেই দীর্ঘায়িত হয়নি। ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে অভিষেক করা সালভি সেই বছরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন। চারটি ওয়ানডে খেলে চারটি উইকেট নেন তিনি।
২০০৯-২০১১ পর্যন্ত সালভি দিল্লি ডেয়ারডেভিলসের (অধুনা দিল্লি ক্যাপিটালস) সদস্য ছিলেন।
২০০১-২০১৩ পর্যন্ত সালভি মুম্বই দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। পঞ্চাশের ওপর প্রথম শ্রেণি ও লিস্ট এ ম্যাচ খেলেছেন সালভি।