Ravichandran Ashwin Wife: স্কুল সুইটহার্ট থেকে মাঠেই প্রোপোজ! কী বলেছিলেন সুপারস্টার? চেনেন অশ্বিনের `নৃত্যশিল্পী` স্ত্রীকে?

Wed, 18 Dec 2024-2:10 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। মাঠের পাশাপাশি ব্যক্তিজীবনেও ভারতীয় এই ক্রিকেট তারকার আউটস্ট্যান্ডিং ইনিংস। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভরপুর সংসার।

স্কুল সুইটহার্টকেই বিয়ে করেছেন অশ্বিন। চেন্নাইতে একই স্কুলে একই ক্লাসে পড়তেন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণন ও অশ্বিন। স্ত্রী প্রীতির কথায়, ক্লাস সেভেন থেকেই একে অপরকে চিনতাম। অশ্বিনের ক্রাশ ছিল আমার উপর। 

তারপর খেলার প্র্যাকটিসের কারণে অশ্বিনের স্কুল বদলালেও যোগাযোগ ছিল। কথা হত। পরে আবার একই কলেজেও ভর্তি হন দুজনে। পড়া শেষে প্রীতি একটি ইভেন্ট কোম্পানিতে যোগ দেন। তখনও আবার তাদের যোগাযোগ হয়।

প্রীতি জানিয়েছেন, "আমি তখন চেন্নাই সুপার কিংস জায়ান্টসের অ্যাকাউন্ট দেখাশোনা করি। একদিন হঠাত্‍ দেখলাম অশ্বিন সিক্স-ফুটার হয়ে গিয়েছে!"

"তারপর একদিন আমায় মাঠে নিয়ে গিয়ে সরাসরি বলল, আমি সারাজীবন তোমাকে পছন্দ করে এসেছি। ১০ বছরেও সেই পছন্দ পাল্টায়নি। আমরা এখন বড় হয়েছি। তাই একটা চেষ্টা করে দেখা-ই যায়।"

এরপরই ২০১১ সালে অশ্বিন-প্রীতির এনগেজমেন্ট। সেই বছরই তামিল রীতিতে গাঁটছড়া বাঁধেন দুই লাভ বার্ডস। ১২ বছরের দাম্পত্য জুটির। প্রীতিকে মাঝে মাঝেই দেখা যায় অশ্বিনের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে।

টেকনোলজিতে স্নাতক প্রীতি একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পীও। ম্যারাথনেও তাঁর উত্‍সাহ আছে। বর্তমানে অবশ্য অশ্বিনের সুখী গৃহিণী প্রীতি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link