`পাকিস্তানের বিরাট কোহলি` কে? বেছে দিলেন ক্লার্ক

Sun, 26 May 2019-7:07 pm,

টি-২০ ক্রিকেটে দ্রুততম হিসাবে এক হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন। ২১টি একদিনের ইনিংসে এক হাজার রান পূর্ণ করে ভিভ রিচার্ডস, কেভিন পিটারসনের সঙ্গে এক খাতায় নাম তুলেছেন। অনেকেই তাঁকে পাকিস্তানের বিরাট কোহলি বলতে শুরু করেছেন। 

পাকিস্তানের বাবর আজম কিন্তু বারবার বলেছেন, তাঁর সঙ্গে বিরাট কোহলির তুলনা অর্থহীন। তবে কে শোনে কার কথা! ক্রিকেট বিশ্ব তুলনা করেই চলেছে। তিন ফরম্যাটে পাকিস্তানের হয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন বাবর। তাঁর প্লেয়িং স্টাইল বিরাটের সঙ্গে কিছুটা মেলে বটে!

তাই বলে কি তাঁকে পাকিস্তানের বিরাট কোহলি বলা চলে! মাইকেল ক্লার্ক সম্মতি দিচ্ছেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বাবরের সেঞ্চুরি ক্লার্ককে মুগ্ধ করেছে। 

মাইকেল ক্লার্ক বলেছেন, ও সত্যিকারের প্রতিভা। গোটা বিশ্বকাপে পাকিস্তানকে ভরসা জোগাতে পারে বাবর। ওর ব্যাটিং স্টাইল ভাল। বড় রান করার ক্ষমতা রয়েছে ওর। 

৩০০ থেকে ৩২০ রান তোলার ক্ষেত্রে বাবরের উপর নির্ভর করতে হবে পাকিস্তানকে। এমনই মত ক্লার্কের। বিশ্বকাপে তিনি পাকিস্তানে বাজিও ধরছেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link