গিবস নাকি কার্স্টেন? মিতালি রাজদের হেডস্যর নির্বাচন কাল

Suman Majumder Wed, 19 Dec 2018-7:12 pm,

মিতালি রাজ, হরমনপ্রিতদের কোচ কে হবেন? ঠিক হবে আজ। রমেশ পাওয়ারের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি শেষ হয়েছে। ফলে নতুন করে ভারতীয় মহিলা  দলের কোচ হওয়ার জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে। 

ধারে-ভারে রমেশ পাওয়ারের থেকে এগিয়ে থাকা অনেক প্রার্থীই রয়েছেন আবেদনকারীদের তালিকায়। যেমন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা হার্সেল গিবস আবেদন করেছেন। 

ভারতীয় ক্রিকেট মহলে আবার গুঞ্জন, দৌড়ে এগিয়ে রয়েছেন গ্যারি কার্স্টেন। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। তবে তিনি এখনও আইপিএলের বেঙ্গালুরু দলের কোচ হিসাবে চুক্তিবদ্ধ। সমস্যা সেখানেই। 

রমেশ পাওয়ারের পুনরায় আবেদন জানানোর কথা ছিল না। কিন্তু শেষ পর্যন্ত হরমনপ্রিত কউর ও স্মৃতি মন্ধনা তাঁর পক্ষে সওয়াল করায় পাওয়ার আরও এক দফার জন্য আবেদন করেছেন। শোনা যাচ্ছে, বোর্ডের সিওএ কমিটির ডায়না এডুলজির ভোটও রয়েছে তাঁর পক্ষে।

রমেশ পাওয়ার ও হরমনপ্রিত কউরের জুটি বহাল থাকলে ভারতীয় মহিলা দলে মিতালি রাজের ফিরে আসর রাস্তা কঠিন হয়ে দাঁড়াবে। কান পাতলে এমনই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। 

কাল কোচ নির্বাচন। প্রার্থীদের সাক্ষাতকারের দায়িত্বে থাকবেন কপিল দেব। বোর্ডের গঠিত নির্বাচন কমিটিতে রয়েছেন অংশুমান গায়কোয়াড় ও সান্তা রঙ্গাস্বামী। শর্ট লিস্ট করা হয়েছে দশজনকে। যার মধ্যে রয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ, ডব্লুভি রমন, মনোজ প্রভাকর, ট্রেন্ট জনসন, ব্র্যাড হজ, ডিমিত্রি মাসকারেনহাসের মতো হেভিওয়েট প্রার্থীরা। জানা গিয়েছে, বিদেশি কোচদের ইন্টারভিউ নেওয়া হবে স্কাইপিতে। স্থানীয়রা ইন্টারভিউ দেবেন মুম্বইতে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link