Covid-19: করোনা আক্রান্ত রোগীরা কেন স্বাদ-গন্ধ পান না? কারণ জানালেন বিশেষজ্ঞরা
নিজস্ব প্রতিবেদন: ভারতে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। জ্বর, গলা-মাথা ব্যথার, কাশির পাশাপাশি করোনা রোগীদের মধ্যে একটা সাধারণ লক্ষণ হল স্বাদ-গন্ধ চলে যাওয়া। কিন্তু কেন এমনটা হয়? এবার সেই কারণ বের করলেন বিশেষজ্ঞরা।
Nature Genetics নামে একটি সায়েন্স জার্নালে প্রকাশিত খবরে কারণটি ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। করোনা রোগীদের স্বাদ-গন্ধ চলে যাওয়ার পিছনে যে জেনেটিক বিপদ অপেক্ষা করছে, তাও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, নাকের ভিতরে Olfactory Epithelium নামে একটা টিসু থাকে। সেই টিসুর ভিতরে থাকা কোষ কোনও ভাবে সংক্রামিত হলে বা ক্ষতিগ্রস্থ হলে এর প্রভাব মানুষের ঘ্রাণশক্তির উপর পড়তে পারে। তবে সবক্ষেত্রে যে তেমনটা হবে, তা নয়।
আমেরিকা এবং ব্রিটেনের প্রায় ৭০ হাজার মানুষের উপর সমীক্ষা চালায় 23andMe নামে একটি সংস্থা। যাঁদের মধ্যে ৬৮ শতাংশ মানুষ জানান, করোনা আক্রান্ত হওয়ার পর তাঁরা স্বাদ-গন্ধ হারিয়েছিলেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্বাদ-গন্ধ হারিয়ে ফেলার যাওয়ার পিছনে মূলত দায়ী দুটি জিন- UGT2A1 এবং UGT2A2। যদিও কীভাবে সেটা হয়, তা এখনও জানা যায়নি।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পরীক্ষা থেকে পাওয়া এই ধারণা ডাক্তারদের আগামিদিনে যথেষ্ট সাহায্য করবে।