করোনায় সংকটে ৩৫ বছরের দাম্পত্য, স্বামীকে ঘরে ঢুকতে দিলেন না কাটোয়ার বধূ
নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কের আঁচ পড়লো দাম্পত্যে। ডুয়ার্স ভ্রমণ থেকে ফিরে বিপাকে কাটোয়ার অরুণ মণ্ডল। চিকিত্সকরা করোনামুক্ত ঘোষণা না করা পর্যন্ত ঘরে ঢোকার ছাড়পত্রই দিলেন না স্ত্রী।
গত ৬ মার্চ বাড়ির অমতেই দার্জিলিঙে বেড়াতে গিয়েছিলেন অরুণবাবু। ফেরেন ১৩ তারিখ। কিন্তু বাড়িতে ঢুকতে দেননি স্ত্রী। স্পষ্ট বলে দেন, আগে করোনাভাইরাস নেগেটিভের রিপোর্ট দেখাও।
৩৫ বছরের দাম্পত্য জীবন বাঁচাতে ও বাড়িতে ঠাঁই পেতে শেষপর্যন্ত কাটোয়া থেকে বেলেঘাটা আইডি ছোটেন অরুণবাবু। পরীক্ষার পর চিকিত্সকরা জানিয়ে দেন, তাঁর সংক্রমণ হয়নি।
কিন্তু তাতেও রেহাই মেলেনি। বাড়িতে ঠাঁই হয়েছে। তবে সতর্ক স্ত্রী অরুণবাবুকে আপাতত সিঁড়ি নীচে এক চিলতে ঘরে থাকতে দিয়েছেন।
তাঁর স্পষ্ট কথা, সাবধানের মার নেই। ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হবে।