2022 First Bay Of Bengal Cyclone: বাংলায় আছড়ে পড়তে চলেছে বছরের প্রথম ঘূর্ণিঝড়? স্পষ্ট জানাল আবহাওয়া দফতর
নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
কিন্তু সেই ঘূর্ণিঝড় কি বাংলার বুকে আছড়ে পড়বে? এপ্রসঙ্গে স্পষ্ট জানাল আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় তার কোনও প্রভাব পড়বে না। ২১ মার্চ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আন্দামানের দিকে সরে যাবে।
তারপর ২২ মার্চ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মায়ানমারের দিকে সরে যাবে। এমনটাই জানাল আবহাওয়া দফতর।
পাশাপাশি, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং আগামী ২ দিন বাড়তে পারে তাপমাত্রা।