`আজীবন কোনও সরকারই ক্ষমতায় থাকে না; মোদীর সামনে ভিক্ষের পাত্র হাতে দাঁড়াব না, আমরাও দেখব`
জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা উদ্ধার করতে ও ৩৭০ ধারা ফেরানোর লক্ষ্যে বৃহস্পতিবার পিডিপির সঙ্গে জোট বাঁধার কথা ঘোষণা করেছেন ফারুক আবদুল্লা। ওই জোট ও কাশ্মীরের লড়াই নিয়ে এবার সরব হলেন প্রাক্তন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
বৃহস্পতিবার এক সর্বভারতীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে ওমর বলেন, জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরাতে আমার ভারত সরকারের কাছে ভিক্ষে করছি না। আমরা সুপ্রিম কোর্টে যাব। নরেন্দ্র মোদীর কাছে কখনওই আমাদের ভিক্ষের পাত্র হাতে দাঁড়াতে দেখবেন না। কোনও সরকারই আজীবন ক্ষমতায় তাকে না। আমরাও অপেক্ষা করব। লড়াই আমরা ছাড়ব না।
সম্প্রতি ফারুক আবদুল্লা মন্তব্য করেন, চিনের সাহায্য নিয়ে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানো হবে। এনিয়ে ওমর আবদুল্লা বলেন, উনি ওরকম কথা বলেননি। উনি বলেছিলেন, চিন এখন কাশ্মীর নিয়ে কথা বলছে। ৩৭০ ধারা চিনের সাহায্য নিয়ে ফেরানো হবে এটা বিজেপির রটনা।
অভিযোগ, ফারুক আবদুল্লা এও বলেন, সীমান্তে যে গোলমাল চলছে তা ৩৭০ ধারা বিলোপের জন্য়ই। জম্মু ও কাশ্মীরের অনেক মানুষ হয়তো চিনের নাগরিকত্বই পছন্দ করছেন। এনিয়ে ওমর বলেন, ফারুক যা বলেছেন তা ওঁর মত নয়। বাস্তবে বহু মানুষ এখন এটাই চাইছেন।
নতুন জোট সম্পর্কে ওমর বলেন, এই জোট একেবারেই রাজনৈতিক। কাশ্মীরের মানুষের স্বার্থেই এই জোট করতে হয়েছে। এতদিন উপত্যকার নেতারা বন্দি ছিলেন। রাজ্যের মর্যাদা চলে গেল। এই জোট তো হতোই।