WhatsApp payment-এর মাধ্যমে টাকা পাঠালে অতিরিক্ত ফি লাগবে? জানালেন জুকারবার্গ
ফেসবুকের সিইও, মার্ক জুকারবার্গ জানিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর সময় কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চিঠির পরে এক বিবৃতি জানিয়েছে ফেসবুক।
সিইও বলেছেন, এই মোডটি ১৪০ টিরও বেশি ব্যাঙ্কের সঙ্গে কাজ করবে।
জুকারবার্গ বলেন,"এখন আপনি বার্তা প্রেরণের মতোই সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বন্ধুবান্ধব এবং পরিবারকে টাকা পাঠাতে পারবেন। কোনও ফি লাগবে না"।
ইউপিআই পিন তৈরি করে নির্দিষ্ট ব্যাঙ্কের ডেবিট কার্ডের সঙ্গে সেট আপ করতে পারেন। এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে।
National Payments Corporation of India (NPCI) এর অনুমতী পাওয়ার পর অবশেষে ভারতে হোয়াটসঅ্যাপ ইউজারদের হাতে এসেছে WhatsApp Payment।
টাকা পাঠানোর সময়, অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করুন। সেখানে পেমেন্টে গিয়ে টাকার অ্যামাউন্ট লিখে ইউপিআই পিন দিলেই পেমেন্ট করতে পারবেন।