Winter Tips: সামনে শীত, এই পদ্ধতির ব্যবহারে ইলেকট্রিক বিল আসবে অর্ধেকেরও কম!

Tue, 07 Nov 2023-11:26 am,

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শীতকালে ইলেকট্রিক বিল বেশি আসা একটা সাধারণ সমস্যা। এর কারণ হল শীতকালে আমরা আমাদের ঘরকে  গরম রাখতে বেশি বিদ্যুৎ ব্যবহার করি। এতে বিদ্যুৎ বিল বেড়ে যায় এবং আমাদের বাজেটে প্রভাব পড়ে। আপনিও যদি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার কিছু ব্যবস্থা নেওয়া উচিত। যা আপনার সমস্যা সমাধান করবে।

 

আপনি যদি এখনও আপনার বাড়িতে পুরানো বাল্ব ব্যবহার করেন, তাহলে সেটিকে বাতিল করুন। পুরনো বাল্ব বিদ্যুতের খরচ বাড়ায়, ফলে আপনার ইলেকট্রিক বিলও বেশি আসে। 

পুরোনো বাল্বের পরিবর্তে বাড়িতে আনুন  LED বাল্ব। এই বাল্ব বিদ্যুৎ খরচ কমায় এবং দীর্ঘস্থায়ী হয়।

শীতকালে হিটারের ব্যবহার খুবই সাধারণ। কিন্তু যদি আপনি হাই ক্যাপাসিটির হিটার করে থাকেন, তবে তাতে আপনার ইলেকট্রিক বিল বেশি আসবে। তাই এই সমস্যা এড়াতে হিটারের পরিবর্তে ব্লোয়ার ব্যবহার করতে পারেন। ব্লোয়ার বিদ্যুৎ খরচ কম  করে এবং একইভাবে এটি  নিরাপদও।  

আজও অনেক বাড়িতে জল গরম করতে রড বা পুরনো দিনের গিজার ব্যবহার করা হয়। উভয়েই প্রচুর বিদ্যুৎ খরচ করে। ফলে ইলেকট্রিক বিলও বেশি আসে। এই সমস্যা এড়াতে আপনি ৫ স্টার রেটিং সহ গিজার বাড়িতে লাগান।  এই গিজারগুলি কম বিদ্যুৎ খরচ করে এবং একই সময়ে, এগুলি আরও সুবিধাজনক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link