স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে পারদ, সর্বনিম্ন Temperature ১০-এর নীচে, আজই শীতলতম দিন

Sun, 20 Dec 2020-9:39 am,

নিজস্ব প্রতিবেদন : আরও নামল পারদ। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। জেলায় সর্বনিম্ন তাপামাত্রা নামল ১০-এরও নীচে। বড়দিনের আগেই জাঁকিয়ে শীত রাজ্যে। 

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আজই মরশুমের শীতলতম দিন। 

রবিবাসরীয় সকালে কলকাতা সহ রাজ্য জবুথবু শীতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মেঘমুক্ত পরিষ্কার আকাশে আরও নামতে পারে পারদ। ১১-তে নামতে পারে পারদ।

মঙ্গলবার পর্যন্ত এরকম জাঁকিয়ে শীত পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস। তারপর আবার ধীরে ধীরে বাড়তে পারে কলকাতার তাপমাত্রা। বড়দিনের সময় ১৫ ডিগ্রির আশপাশে পারদ ঘোরাঘুরি করতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে উত্তর-পশ্চিম ভারতে লাগাতার শৈত্যপ্রবাহ চলছে। এর প্রভাবেই শীতল উত্তুরে হাওয়া ঢুকছে বাংলায়। ফলে নামছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তরের শীতল হওয়া মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি করেছে। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link