জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়, আগামী কয়েকদিন কনকনে শীতের পূর্বাভাস গোটা রাজ্যে
নিজস্ব প্রতিবেদন : কলকাতায় পারদ নামল ১১-তে। আজই মরশুমের সবচেয়ে শীতলতম দিন।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এরকম ঠান্ডা-ই বজায় থাকবে।
সকালের দিকে কলকাতায় হাল্কা কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর তার সাথেই বাড়বে ঠান্ডা।
জেলাগুলিতে আরও বেশি ঠান্ডা অনুভূত হবে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের শৈত্যপ্রবাহ হতে পারে।
দক্ষিণবঙ্গে চলবে কনকনে ঠান্ডার স্পেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নীচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।