Heavy Snowfall: ঠিক যেন স্বর্গ! নতুন বছরে বরফের চাদরে ঢাকা সান্দাকফু...
নারায়ণ সিংহ রায়: নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে ফের শীত ফিরল বঙ্গে। দার্জিলিংয়ের সান্দাকফুতে বুধবার ব্যাপক তুষারপাত হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
ডিসেম্বরের শেষের দিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে জাঁকিয়ে ঠাণ্ডা পড়লেও নতুন বছর শুরুর পরই পারদের বিস্তর ওঠানামা চলে। কিন্তু প্রথম সপ্তাহ ঘুরতেই ফের শীত ফিরল বঙ্গে।
হাওয়া অফিস জানিয়েছে, এদিন থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে।
এই মুহূর্তে সেখানেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। এদিকে বরফের চাদরে ঢেকেছে পূর্ব ও উত্তর সিকিম।
তুষারপাত হয়েছে দার্জিলিংয়েও। এর প্রভাব পড়েছে সমতলেও। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ উত্তরের অন্য জেলাগুলির তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছে।