Weather Today: রাজ্যে শীতের দুরন্ত ব্যাটিং, শীতলতম দিন শুক্রবার

Fri, 17 Dec 2021-7:56 am,

বৃহস্পতিবার রাতে তাপামত্রা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কমে দাঁড়াল ১৩.৯ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ এর কোঠা থেকে কমে এল ২৪ এর কোঠায়।  

২০২১ সালের সম্পূর্ণ বছরের মধ্যে শুক্রবার তৃতীয় শীতলতম দিন। শহরের তাপমাত্রার পারদ আরও নামার পূর্বাভাস রয়েছে। 

শনি এবং রবিবার এই তাপমাত্রার পারদ ০.৫ ডিগ্রি থেকে ০.৮ ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে। 

আগামি সপ্তাহে তাপমাত্রা একটু বাড়তে পারে। কিন্তু কনভাবেই পারদ ১৫ ডিগ্রির উপরে উঠবে না বলে জানা গেছে। সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে দিনেও একটি আরামদায়ক পরিস্থিতি রয়েছে। ২৪.৮ ডিগ্রি তাপমাত্রা রয়েছে যা আগামি ৪৮ ঘন্টায় আরেকটু কমবে।  

রবিবার পুরভোট হবে মরশুমের অন্যতম শীতল পরিবেশে। রাজ্যের অন্যান্য জেলায় তাপমাত্রা এখনই নেমেছে ১২ ডিগ্রির কোঠায় যা আগামিদিনে আরও কমবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link