Nature Camp: শীতের শুরুতেই পাহাড়ের কোলে শুরু প্রকৃতিপাঠ
করোনা ভাইরাসের আতঙ্কে বহু দিন গৃহবন্দি ছিলেন মানুষ। তবে সব থেকে সমস্যায় পড়েছিল স্কুল ছাত্রছাত্রীরা। তাই শীত পড়তেই পাহাড়ি এলাকায় ছাত্রছাত্রীদের নিয়ে দু'দিনের প্রকৃতিপাঠের শিবির করল মালবাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কোভিডবিধি মেনেই শিবিরে কমসংখ্যক ছাত্রছাত্রী নেওয়া হয়েছিল।
এই ধরনের শিবিরের মধ্যেমে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটে বলে জানাল সংস্থাটি। শীতের সময় যেহেতু পাহাড়ি এলাকার নদীগুলিতে জল কম থাকে, সেজন্য এবার পাহাড়ি পাদদেশে এই শিবিরের আয়োজন করা হয়েছে।
পাহাড়ি এলাকায় দুই দিন ব্যাপী পর্বত আরোহণ শিবির হয়। মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশনের তরফে কালিম্পং জেলার পাহাড়ি চুনাভাটি এলাকায় ওই শিবির হয়। দুদিন ব্যাপী ওই শিবিরে ডুয়ার্স এলাকার প্রায় ৪০ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের এখানে পাহাড়ে উঠা-নামা, নদী পারাপার করার নানা রকমের কলাকৌশল শেখানো হয়। কী করে পাহাড়-জঙ্গল ও নদীকে নিয়ে জীবনযাপন করতে হয়, পাহাড় ও নদীতে আত্মরক্ষা এবং অন্যকে রক্ষা-সহ নানা বিষয় অংশগ্রহণকারীদের হাতেকলমে শেখানো হয়।
শিবিরের উদ্যোক্তাদের তরফে বলা হয়, প্রতি বছর এই শিবির হয়। দুদিন ব্যাপী এই শিবিরে প্রকৃতিকে সঙ্গে নিয়ে চলার যাবতীয় বিষয়ে অংশগ্রহণকারীদের শেখানো হয়। এই শিবিরের মধ্যমে ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হয়।
করোনার জন্য ৫ দিনের এই শিবির এবছর দুদিনের। প্রতি বছর শিবিরে ১০০ জনের বেশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তবে এবার করোনার জন্য ৪০ জন ছাত্রছাত্রীকে আনা হয়েছে।