Kaziranga National Park: সাফারিতে বুনো গণ্ডারের সামনে ছিটকে পড়ল মা-মেয়ে! হাড়হিম কাণ্ড কাজিরাঙায়...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গণ্ডারের জন্য জনপ্রিয় কাজিরাঙা ন্যাশানাল পার্ক। সেখানেই ঘটে গেল ভয়ংকর ঘটনা। সাফারি করতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার মুখ পড়লেন দুই পর্যটক।
বাগোরি রেঞ্জে সাফারি চলাকালীন চলন্ত জিপ থেকে পড়ে যেতে দেখা যায় মা এবং তাঁর মেয়েকে। শুধু তাই নয়, তাঁর গাড়ি ছিটকে একাধিক গণ্ডারের সামনে গিয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, সাফারির জন্য তিনটি জিপ পরপর যাচ্ছিল। ডানদিকে যাওয়ার সময় একটি জিপ মহিলা এবং তাঁর মেয়ে চলন্ত জিপ থেকে পড়ে যায়।
মাটিতে ছিটকে পড়ার সময় দুজনেই অতিরিক্ত আতঙ্কিত হয়ে পড়ে। চিত্কার করতে শুরু করে দুজনেই। দুটি গণ্ডার সেখানে হাজির ছিল সেই সময়। গাড়ি কাছাকাছি আসতে দেখায় একটি গণ্ডার তার দিকে তেড়ে আসে।
তবে অল্প কিছুক্ষণের মধ্যেই বরাত জোরে ওই দুজন নিজেদের গাড়িতে উঠে যেতে সক্ষম হয়। ফলে প্রাণে বেঁচে যান তাঁরা। ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর কার্যতই সাফারি কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।