Durga Puja 2024: `We Want justice`, কালো পোশাক পরে দেবী-বরণ মহিলাদের! পুজোতেও অভিনব প্রতিবাদ...
প্রদ্যুত্ দাস: মুখে কালো কাপড়, গায়ে কালো পোশাক। আর মাথায় 'We Want justice' লেখা হেয়ার ব্যান্ড! এই সাজেই এবছর দেবী-বরণ। জলপাইগুড়িতে পুজোর মধ্যেও আরজি কাণ্ডের প্রতিবাদ জারি রাখলেন মহিলারা।
রাত পোহালেই দেবীর বোধন। পুজো যেমন হচ্ছে, তেমনি চলছে প্রতিবাদও।
জলপাইগুড়ি শহরের বর্ধিত মোহন্ত পাড়ার দুর্গাপুজোটি মহিলা পরিচালিত।
যাবতীয় দায়িত্ব সামলান মহিলারা। প্রতিবছর বেশি জাকজমক করেই পুজো হয়।
এবার পরিস্থিতি আলাদা। পুজো কমিটির সদস্য়া পিয়ালী গুহরায় বলেন, 'আমাদের তিলোত্তমা এখনও বিচার পাইনি। তাই এবছর জাঁকজমকহীনভাবে পুজোর আয়োজন করা হয়েছে'।
গতকাল সোমবার রাতে শহরে মৌন প্রতিবাদ মিছিল করে মণ্ডপে প্রতিমা আনেন জলপাইগুড়ির বর্ধিত মোহন্ত পাড়ার পুজো উদ্যোক্তারা।
এরপর প্যান্ডেল রীতিমতো দেবী বরণ অনুষ্ঠানেও অংশ নেন স্থানীয় মহিলারা। তাঁদের পরনে ছিল কালো পোশাক। মুখে কালো কাপড়, সঙ্গে মাথায় 'We Want justice'।