বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই ১০ স্মার্টফোন!
স্মার্টফোনের বাজারে এখন মারাত্মক প্রতিযোগিতা। কোনও সংস্থা বাজেট ফোন বানিয়ে বাজার ধরতে চাইছে, কোনও সংস্থা আবার অত্যাধুনিক ফিচারে বাজিমাত করতে চাইছে। লক্ষ্য একটাই। স্মার্টফোনের বাজারের সিংহভাগ দখল।
২০১৮-র মে মাসে সারা বিশ্বে সব চেয়ে বেশি বিক্রি হয়েছে Apple iPhone 8। Apple iPhone 8-র পরেই রয়েছে Samsung Galaxy S9+। এই ফোন দুটির বিক্রির পরিমাণ বিশ্বব্যাপী মোট স্মার্টফোন বিক্রির ২.১ শতাংশ। তথ্য: কাউন্টারপয়েন্ট রিসার্চ।
বিশ্ব বাজারে মোট স্মার্টফোন বিক্রির নিরিখে তালিকার তিন নম্বরে রয়েছে iPhone X। এই ফোনটির বিক্রির পরিমাণ বিশ্বব্যাপী মোট স্মার্টফোন বিক্রির ২.৩ শতাংশ। তথ্য: কাউন্টারপয়েন্ট রিসার্চ।
তালিকার চার নম্বরে রয়েছে Xiaomi-র বাজেট স্মার্টফোন Redmi 5A। এই ফোনটির বিক্রির পরিমাণ বিশ্বব্যাপী মোট স্মার্টফোন বিক্রির ২.২ শতাংশ। তথ্য: কাউন্টারপয়েন্ট রিসার্চ।
বিশ্ব বাজারে সব চেয়ে বেশি বিক্রি হওয়া ফোনগুলির তালিকায় পাঁচ নম্বরে রয়েছে iPhone 8+ এবং Samsung Galaxy S9। এই ফোন দুটির বিক্রির পরিমাণ বিশ্বব্যাপী মোট স্মার্টফোন বিক্রির ২.১ শতাংশ। তথ্য: কাউন্টারপয়েন্ট রিসার্চ।
তালিকার ছয় নম্বরে রয়েছে Huawei P20 Lite এবং Vivo X21। এই ফোন দুটির বিক্রির পরিমাণ বিশ্বব্যাপী মোট স্মার্টফোন বিক্রির ১.৪ শতাংশ। তথ্য: কাউন্টারপয়েন্ট রিসার্চ।
বিশ্ব বাজারে সব চেয়ে বেশি বিক্রি হওয়া ফোনগুলির তালিকায় সাত নম্বরে রয়েছে Xiaomi-র বাজেট স্মার্টফোন Redmi 5+। এই ফোনটির বিক্রির পরিমাণ বিশ্বব্যাপী মোট স্মার্টফোন বিক্রির ১.৩ শতাংশ। তথ্য: কাউন্টারপয়েন্ট রিসার্চ।
তালিকার আট নম্বরে রয়েছে Oppo A83। এই ফোনটির বিক্রির পরিমাণ বিশ্বব্যাপী মোট স্মার্টফোন বিক্রির ১.২ শতাংশ। তথ্য: কাউন্টারপয়েন্ট রিসার্চ।