বিশ্বজোড়া প্রাণীদের জন্য আলাদা করে ভাববার একটি দিন...
আজ, ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস-- World Animal Day।
১৯২৫ সালের ২৪ মার্চ হেনরিখ জিমারম্যান বার্লিন স্পোর্টস প্যালেসে সর্বপ্রথম এই বিশ্ব প্রাণী দিবসের উদযাপন করেন।
১৯২৯ সাল থেকে প্রতিবছর ৪ অক্টোবর দিনটি বিশ্ব প্রাণী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তবে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণীসুরক্ষা কংগ্রেসে এই ৪ অক্টোবর দিনটিকে 'বিশ্ব প্রাণী দিবস' হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য হল, সারা বিশ্বের সমস্ত প্রাণীর অধিকার রক্ষা।
পাশাপাশি সমস্ত ধরনের প্রাণীর জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলা।
কিন্তু কেন মানুষ প্রাণীদের জন্য এরকম ভাববে? তার কারণ, প্রাণীরা মানবজীবনে নানা ভাবে অবদান রাখে। তারা আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষ খাদ্যের উৎস, তারা নিঃসঙ্গ মানুষকে সঙ্গ দেয়। প্রাণীরা জীববৈচিত্র ও ইকোসিস্টেম রক্ষাতেও প্রভূত অবদান রাখে।