El Nino: উফ্! ক্রমশ বাড়তেই থাকবে গরম! কেন বলছেন বিজ্ঞানীরা শুনলে চমকে উঠবেন...

Soumitra Sen Thu, 20 Apr 2023-8:14 pm,

আবহাওয়ার বিভিন্ন মডেল দেখে বিজ্ঞানীরা মনে করছেন, প্রশান্ত মহাসাগরে লা নিনা পরিস্থিতির পর এল নিনো এবার ফিরছে। 

লা নিনা পরিস্থিতির ফলে তাপমাত্রা কমে, আর এল নিনো-র ক্ষেত্রে তাপমাত্রা বাড়ে।

দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলবর্তী দেশগুলিতে এল নিনো ঘটে। মোটামুটি ২-৭ বছর ছাড়া ছাড়া ফেরে এল নিনো। এর ফলে মহাসাগরের জলস্তরের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়ে। 

এর ফলে উপকূল এলাকার বায়ুমণ্ডল গরম হয়ে ওঠে।  প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত থেকে গরম জলের স্রোত মহাসাগরের পূর্ব দিকে ধেয়ে যায়। পূর্ব উপকূলের  গরম জল তাপমাত্রা বাড়িয়ে দেয় মহাসাগর-সংলগ্ন স্থলভাগের বিভিন্ন দেশের। 

২০১৬ সাল ছিল বিশ্বের উষ্ণতম বছর। এল নিনো-র জেরে সেবার দুর্ভোগে পড়তে হয়েছিল ভারতকেও। ২০১৫ সালে দেশের বিভিন্ন প্রান্তে খরা পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃষ্টির পরিমাণও উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছিল। 

আবহাওয়া দফতর অবশ্য জানিয়ে রেখেছে, চলতি বছরে দেশে স্বাভাবিক বর্ষাই হবে। এখন অপেক্ষাই সার!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link