পাহাড় জুড়ে বিশ্বকাপ জ্বর
'ওয়ার্ল্ড কাপ কার্নিভালে' মেতে উঠেছে পাহাড়। (নিজস্ব চিত্র)
পাহাড়বাসীর ফুটবলপ্রেম প্রকাশ্যে এল। ম্যাল চৌরাস্তা থেকে ডম্বর চক ব্যান্ড বাজিয়ে হল বিশ্বকাপের জন্য মিছিল। (নিজস্ব চিত্র)
প্রিয় দলের সমর্থনে বিভিন্ন দেশের জাতীয় পতাকা নিয়ে মিছিলে সামিল পাহাড়বাসী। (নিজস্ব চিত্র)
বিশ্বকাপ জ্বরে আক্রান্ত মহিলারাও। নিজেদের সাজিয়ে তুলেছেন পছন্দের রঙে। (নিজস্ব চিত্র)
পায়ে পায়ে বিশ্বকাপের রঙ- সেলফিতে বন্দি। (নিজস্ব চিত্র)
বাইক র্যালি পাহাড়ে। রাশিয়া বিশ্বকাপের কাট আউটে সাজানো বাইক। (নিজস্ব চিত্র)
সমর্থকেরা অনেকে প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে নাচ গানও করছেন। (নিজস্ব চিত্র)
বেশিরভাগই ব্রাজিলের সমর্থক। বাকিদের সমর্থন রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনকে। ইংল্যান্ডের সমর্থকও রয়েছে পাহাড়ে। (নিজস্ব চিত্র)