মস্তিষ্কে জটিল অসুখ, আইসিইউতে মারাদোনার বিশ্বজয়ী হেডস্যর
মস্তিষ্কে কঠিন অসুখ। অস্ত্রোপচার হয়েছে। কিন্তু শারীরীক অবস্থার তেমন উন্নতি হয়নি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস বিলার্দো আইসিইউ-তে। তাঁর বয়স এখন ৮১।
বুয়েনস আইরেস-এর আর্জেন্টাইন ইনস্টিটিউট অফ ডায়াগনোসিস হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে ৪ জুলাই থেকে ভর্তি রয়েছেন মারাদোনার হেডস্যর। চিকিত্সকরা জানিয়েছেন, নিউরোডিজেনারেটিভ অসুখ হাকিম-অ্যাডমস সিনড্রোম-এ আক্রান্ত ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই কোচ।
২০১৮ থেকে এই নিয়ে দুবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে বিলার্দোকে। গতবার অবশ্য অস্ত্রোপচার করতে হয়নি।
আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ে বিলার্দোর অবদান ছিল অনস্বীকার্য। ১৯৮৬ বিশ্বকাপের নায়ক দিয়েগো মারাদােনার সঙ্গেও বিলার্দোর সুসম্পর্কের কথা ফুটবলপ্রেমীরা জানেন।
অস্ত্রোপচারের পর এখনও তেমনভাবে সাড়া দেননি বিলার্দো। চিকিত্সকরা তাই তাঁর শারীরীক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।