বিশ্ব ব্যাঘ্র দিবস: পৃথিবীর প্রতি ১০টা বাঘের মধ্যে ক`টি ভারতের জানেন?

Wed, 29 Jul 2020-12:48 pm,

বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশই ভারতের বিভিন্ন জঙ্গলের বাসিন্দা। বিশ্ব ব্যাঘ্র দিবসে এমনই তথ্য শেয়ার করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। চতূর্থতম বিশ্ব ব্যাঘ্র গণনা -২০১৮-র বিভিন্ন তথ্য জানালেন তিনি।

১৯৭৩ সালে দেশে মাত্র ৯টি ব্যাঘ্র প্রকল্প ছিল। এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫০-এ।  জঙ্গলের ভারসাম্য বজায় রাখতে বাঘের গুরুত্ব অপরিসীম। খুব সহজ করে বললে, বাঘ না থাকলে হরিণ ও অন্যান্য তৃণভোজীদের সংখ্যা মাত্রারিতিক্ত হারে বেড়ে যেত। আর তার ফলে তাদের খাদ্যাভাব হত। তার ফলে জঙ্গল ছেড়ে লোকালয়ে কৃষিক্ষেতে হানা দিত তৃণভোজী বন্য প্রাণীরা।

 বিশ্বের মোট অরণ্যের ২.৪ শতাংশ ভারতে রয়েছে। কিন্তু বিশ্বের জীববৈচিত্রের প্রায় ৮ শতাংশ রয়েছে আমাদের দেশেই। বিশ্বের ১৩টি দেশে বাঘ দেখা যায়। তার মধ্যে ভারতেই ৭০ শতাংশ। অর্থাত সমগ্র বিশ্বে প্রতি ১০টি বাঘের মধ্যে গড়ে ৭টি বাঘ ভারতের।

চোরাশিকার দমনে কড়া মনোভাব, আন্তর্জাতিক মহলে ক্রমাগত প্রচারে ফলে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি একটু হলেও কার্যকরী হয়েছে। তবে, একইসঙ্গে বিভিন্ন প্রত্যন্ত্য অঞ্চলে মানুষ-বাঘ সংঘাত ও তার ফলে দুই পক্ষের প্রাণহানি রুখতে এখনও অনেক এগোনো বাকি রয়েছে।

 

২০১৯ সালে এই দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে ২০২২ সালের মধ্যে দেশে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে এগোবে ভারত।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link