বন্ধুর মৃত্যু সইতে পারল না বু, চলে গেল বিশ্বের সবচেয়ে মিষ্টি কুকুর
ভালবাসার মানুষ ছাড়া কি বাঁচা সম্ভব? ভালবাসার মানুষের সঙ্গে বিচ্ছেদ ছিন্নভিন্ন করে দেয় হৃদয়। ভাঙা হৃদয় নিয়েই শেষ বিদায় জানাল বিশ্বের সবচেয়ে আকর্ষক কুকুর বু।
পোমেরেনিয়ন প্রজাতির বু সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের পছন্দের পাত্র হয়েছিল। তার নানা মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যেত। সেই বু আর নেই শুনে বিষন্ন হয়ে পড়েছেন বহু মানুষ।
বু-এর জনপ্রিয়তা এতটাই যে তার নামে রয়েছে আস্ত একটা ফেসবুজ পেজ। যেখানে লাইক-কমেন্টের বন্যা ছোটে। ফেসবুক পেজটি খুলেছিলেন বু-কে যিনি লালনপালন করে তিনিই।
ফেসবুক পেজে বু-এর মালিক জানিয়েছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি বু আর নেই। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তার। আমাদের ছেড়ে প্রিয় বন্ধুর কাছে চলে গিয়েছে সে। রামধনু ব্রিজের শেষে ওর বন্ধুর সঙ্গে দেখা হবে তার। দীর্ঘসময়ের পরে একে অপরকে দেখে খুশি হবে তারা।
পেজ শুরু করার পর আমি অনেকের মন্তব্য পেয়েছি। জানতে পেরেছি, তাঁদের জীবনের কঠিন সময়ে আশার আলো দেখিয়েছে বু। গোটা বিশ্বে খুশি এনেছে বু। সদা সুখী এমন কুকুর আমি আগে দেখেনি।
ফেসবুকে আরও লেখা, বন্ধু বাডির মৃত্যুর পর বুয়ের হৃদযন্ত্রে সমস্যা দেখা যায়। বাডি চলে যাওয়ার পর সে মুষড়ে পড়েছিল। আমার মনে হয়, স্বর্গে দুজনের সাক্ষাত্ দারুণ মুহূর্ত তৈরি করবে। বু তোমাকে খুব ভালবাসি আমরা। যেখানে হোক না কেন বাডির সঙ্গে মজার দিন কাটাও।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পছন্দের কুকুর হওয়া ছাড়াও ২০১২ সালে ভার্জিন আমেরিকার আনুষ্ঠানিক পশু মৈত্রীর মুখ হয়েছিল বু। 'Boo: The Life of the World's Cutest Dog' নামে একটি ফটো বই প্রকাশিত হয়েছিল ২০১১ সালে।
বুয়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে তার ভক্তরা। একজন লিখেছেন, দুঃখের সময় বুয়ের মুখ আমাকে খুশি করত। দুজনের জীবন শেয়ার করার জন্য ধন্যবাদ।
বু চলে গেলেও রয়ে গিয়েছে তার ছবি। পাঠকদের জন্য রইল সেই সব ছবি।