করোনা রুখতে সোনার মাস্ক, বিশ্বের সবচেয়ে এই দামী মাস্কের মূল্য শুনলেই চোখ কপালে উঠবে
নিজস্ব প্রতিবেদন: একই অঙ্গে করোনার কত রূপ। কেউ কাজ হারিয়ে চিন্তাগ্রস্ত আবার কেউ কোটি টাকার মাস্ক তৈরি করছে। সম্ভবত বিশ্বের সব থেকে দামী করোানার মাস্ক তৈরি করছে ইজরায়েলের গয়না কোম্পানি। সে মাস্কের দাম ১১ কোটি টাকা।
"মাস্ক ইজ ইওর টাস্ক" করোনা প্রতিরোধে এই বাক্য ঘুরে বেড়াচ্ছিল মুখে মুখে। কিন্তু ক্রেতার নির্দেশ মতো ১৮ ক্যারেট সাদা সোনার মাস্কে ৩ হাজার ৬০০ টি সাদা-কালো রূপো বসাচ্ছেন ডিজাইনার আইজাক লেভি। শুধু তাই নয় বসছে উচ্চমানের N-৯৯ ফিল্টারও।
মাস্কটির ওজন প্রায় ২৭০ গ্রাম যা সার্জিক্যাল মাস্কের প্রায় ১০০ গুণ। লেভি ক্রেতার নাম জানাতে অস্বীকার করলেও জানিয়েছেন যে এই মাস্কের বরাত দিয়েছেন আমেরিকায় থাকা একজন চিনা ব্যবসায়ী।
লেভি বলেছেন, "টাকা সবকিছু কিনতে পারে না। কিন্তু একজন দামী মাস্ক কিনে পরে ঘুরে বেড়ালে লোকজন তাঁর দিকে তাকালে, সে খুশি হবে।"
এই কঠিন সময়ে এই মাস্কের বরাত মেলায় কাজ বেঁচেছে তাঁর কর্মীদের। সে জন্যই বেজায় খুশি ডিজাইনার লেভি। প্রসঙ্গত এর আগে ভারতেও এক ব্যক্তি সোনার মাস্ক গড়িয়ে ছিলেন।