সুখবর! ফের মা হল বিশ্বের বয়স্কতম বন্য পাখি `উইজডম`

Suman Majumder Sun, 23 Dec 2018-5:08 pm,

শান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে দেখা মেলে অ্যালবাট্রস প্রজাতির পাখির। স্থানীয়রা বলেন, এই প্রজাতির পাখি সেখানে শুভ বার্তা বয়ে আনে। সত্তর বছরের বেশি সময় ধরে সেখানে আলবাট্রস প্রজাতির পাখিদের আনাগোনা। 

লেসান প্রজাতির অ্যালবাট্রস ‘উইজডম’। এই উইজডম-ই এখন বিশ্বের বয়স্কতম বন্য পাখি। 

অ্যালবাট্রসরা দীর্ঘজীবি। সাধারণত ৫০ বছরের বেশি বাঁচে তারা। কিন্তু উইজডম-এর ক্ষেত্রে রেকর্ড হয়েছে। তার বয়স এখন ৬৮ বছর। 

৬৮ বছর বয়সেও ডিম পেড়েছে উইজডম। পক্ষীবিশারদদের কাছে যা কি না আশ্চর্যজনক ঘটনা। এবার ডিম ফুটলে উইজডম-এর ৩৭তম সন্তানের জন্ম হবে। 

অ্যালবাট্রসরা এমনিতে বিশালাকৃতির হয়। সাড়ে ছয় থেকে ১১ ফুট পর্যন্ত হয়ে থাকে এই পাখিদের ডানার বিস্তার। 

আলবাট্রসরা সাধারণত সমুদ্রেই থাকে। তবে মিলনের সময় ডাঙায় চলে আসে। সঙ্গীনিকে আকৃষ্ট করতে এই পাখিরা মিলনের আগে বিশেষ ধরণের নৃত্য করে । এই প্রজাতির পাখিরা বছরে সাধারণত একবারই ডিম পাড়ে। প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে ডিম পেড়েছে উইজডম। এই প্রজাতির পাখিরা দ্রুত সঙ্গী বদলায়। কিন্তু উইজডম ২০০৬ থেকে তার সঙ্গী আকিয়ামাকাই-এর সঙ্গে থাকে। যা কি না বিরল ঘটনা। প্রায় সাত মাস সময় লাগবে তাঁর বাচ্চার বড় হয়ে উঠতে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link