করোনার ভ্যাকসিন নিতে রাজি নন এই টেনিস তারকা
করোনাভাইরাসের জেরে কার্যত লকডাউন গোটা বিশ্ব। খেলাধুলা বন্ধ। ঘরবন্দি ক্রীড়াবিদরাও।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গবেষণার শেষ নেই। চলছে ভ্যাকসিন থেকে ওষুধ আবিষ্কারের চেষ্টা। তবে এখন থেকেই করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে চান বলে জানিয়ে দিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।
ভ্যাকসিন নেওয়ার বিরোধী জোকোভিচ। ফেসবুক লাইভ চ্যাটে একথা বলেন নোভাক। তবে এর ফলে ভবিষ্যতে এই কারণে বিপাকে পড়ে যেতে পারেন ১৭ গ্র্যান্ডস্লামের মালিক।
জোকোভিচ বলেন, "আমি ভ্যাকসিন নেওয়ার বিরোধী। আমি চাই না কাউকে জোর করে ভ্যাকসিন দেওয়া হোক। যদি তা বাধ্যতামূলক করা হয় তাহলে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে! "
অস্ট্রেলিয়া ওপেন জয়ের পর করোনার কারণে আপাতত ঘরবন্দি সার্বিয়ান তারকা। আর কোনও গ্র্যান্ডস্লাম চলতি বছরে হবে কিনা সে নিয়েও নিশ্চয়তা নেই।