IND vs BAN | WTC Points Table: বাংলাদেশকে শিলে পিষেই এল চরম সুসংবাদ, কানপুর কাঁপিয়ে কার্যসিদ্ধি ভারতের

Subhapam Saha Tue, 01 Oct 2024-7:38 pm,

পাকিস্তানকে ২-০ উড়িয়ে ভারতে এসেছিল নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। পদ্মাপারের দেশ ভেবেছিল যে, ভারতে এসেও বুঝি তারা বড় কিছু শিকার করবে! টেস্টের ২ নম্বর দল ও ৮ নম্বর দলের ফারাকটা হাড়ে হাড়ে টের পেল ৯ নম্বররা। ঘরের মাঠে রোহিত শর্মারা দুই ম্য়াচের টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ হোয়াইট ওয়াশ করল। বাঘেদের আবার বিড়াল হল! চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত ২৮০ রানে বাংলাদেশকে হারিয়েছিল। কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে পিষল টিম ইন্ডিয়া

 

জোড়া টেস্ট জয়ের সুবাদে ডব্লিউটিসি পয়েন্ট টেবলে ভারত শীর্ষস্থান ধরে রাখল। ১১ টেস্টে ৮ জয়ের সুবাদে ৯৮ পয়েন্ট নিয়ে ভারত ১ নম্বরে। ভারতের উইন পার্সেন্টেজ ৭৪.২৪। ২ নম্বরে থাকল প্য়াট কামিন্সের অস্ট্রেলিয়া। ১২ ম্য়াচে ৮ জয়ের সুবাদে অস্ট্রেলিয়ার ঝুলিতে ৯০ পয়েন্ট। অজিদের উইন পার্সেন্টেজ ৬২.৫০। 

 

ডব্লিউটিসি পয়েন্ট টেবল ২০২৩-২৫ চক্রে জয়ের জন্য় পাওয়া যায় ১২ পয়েন্ট। ড্র করলে ৪ পয়েন্ট। টাই হলে ৬ পয়েন্ট। পয়েন্ট পার্সেন্টেজ সিস্টেম (পিসিটি) লিডারবোর্ড নির্ধারণ করতে ব্যবহার করা হয়। পিসিটি = একটি দলের জেতা পয়েন্ট / পয়েন্টের প্রতিযোগিতা ১০০ পয়েন্টের।

 

বাংলাদেশ ফিরে যাওয়ার পর এবার কিউয়িরা আসছে ৩ টেস্টের সিরিজ খেলতে। ১৬ অক্টোবর থেকে সিরিজের প্রথম টেস্ট বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ২৪ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু ১ নভেম্বর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে

 

প্রথম টেস্ট নভেম্বর ২২-২৬, পার্থ স্টেডিয়ামে খেলা। দ্বিতীয় টেস্ট (গোলাপি টেস্ট/ দিন-রাতের খেলা) ডিসেম্বর ৬-১০, খেলা অ্যাডিলেড ওভালে। তৃতীয় টেস্ট ডিসেম্বর ১৪-১৮, খেলা দ্য় গাবায়। চতুর্থ টেস্ট ডিসেম্বর ২৬-৩০,  খেলা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট জানুয়ারির ৩-৭, ২০২৫ সাল। খেলা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link