Raj-Subhashree: মেয়ে ইয়ালিনীর জন্মদিনে বড় চমক! সদ্যোজাতর ছবির পোস্ট করে রাজ লিখলেন...
মেয়ের জন্মদিনের প্রায় সাত-আট মাস পরে তার ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। তারকা দম্পতির একমাত্র মেয়ে চোখের নিমেষেই বড় হয়ে গেল।
৩০ নভেম্বর এক বছরে পা রাখল ছোট্ট ইয়ালিনী। এবং সেই জন্মদিন উপলক্ষ্যে বহু না দেখা ছবি পোস্ট করলেন রাজ এবং শুভশ্রী।
দুই ক্ষুদেকে নিয়েই সময় কাটে তাঁদের। বহু ব্যস্ততার মধ্যেও পরিবারের জন্য সব সময় টাইম বার করে ঘুরতে বেরিয়ে পড়েন তাঁরা।
জন্মের পরই ইউভানের জন্মের ছবি প্রকাশ করেছিলেন রাজ (Raj Chakrabarty) এবং শুভশ্রী (Subhashree Ganguly)। কিন্তু মেয়ের ক্ষেত্রে তেমনটা করেননি।
ইয়ালিনীর এক বছরের জন্মদিনে প্রকাশ্যে আনলেন এমনই কিছু না দেখা ছবি। রাজ-শুভশ্রী দু’জনেই নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।