ভারতে Bike প্রেমীদের জন্য লঞ্চ হল রেট্রো লুকের Yamaha FZ-X, দাম সাধ্যের মধ্যে
নিজস্ব প্রতিবেদন: ভারতে লঞ্চ হল Yamaha FZ-X। এটি কমফর্টেবল neo-retro bike। কোম্পানির দাবি, হাই রোডে বিশেষ করে লং ড্রাইভের জন্য একেবারে আদর্শ এই বাইক। পুরোনো ধাঁচে নতুন ফিচারে ভরপুর Yamaha FZ-X। অনলাইনে বাইকটি কিনলে পেয়ে যাবেন Yamaha G-SHOK ঘড়ি। নতুন জেনারেশনের বাইককে টেক্কা দিতে সক্ষম Yamaha-র নতুন বাইক, দাবি সংস্থার।
এই বাইকে রয়েছে ১৪৯ সিসির ইঞ্জিন। সিঙ্গল সিলিন্ডার। সঙ্গে থাকছে ফোর স্ট্রোক ও ২- ভালভ।
The Bosch single-channel ABS সঙ্গে থাকছে Front disc-brake। পিন পয়েন্ট ব্রেকিং এর সঙ্গে সুপার স্টেবিলিটি রয়েছে।
দুজনের সিট রয়েছে, সেটি আরামদায়ক বলে দাবি Yamaha-র।
Block pattern Tyre রয়েছে Yamaha FZ-X বাইকে। ব্যস্ত রাস্তা হোক বা হাইরোড সব প্রতিকূলতা সইতে পারবে এই টায়ার। পাশাপাশি ভেজা রাস্তাতেও স্কিট করার সম্ভাবনা নেই বলে দাবি বাইক নির্মাতা সংস্থার।
এই বাইকে Telescopic suspension সঙ্গে থাকছে front fork boots।
বাইকে থাকছে BI-FUNCTIONAL LED Head light সঙ্গে DRL। ফলে রাতের অন্ধকার হোক বা কুয়াশা বাইক চালাতে সুবিধা হবে।
Sleek LED Tail Light রয়েছে। পিছনের জন যাতে ভালভাবে ধরে বসতে পারে তার জন্য থাকছে গ্র্যাব হ্যান্ডেল।
বাইকে রয়েছে স্টাইলিশ LCD instrument screen।
Yamaha FZ-X-পেয়ে যাবেন ৩টি রঙে, ম্যাট কপার, ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু। ভারতে বাজারে দাম ১ লাখ ১৯ হাজার ৮০০ টাকা।