১৫০ সিসি বাইকে ডুয়েল এবিএস! Fz-এর নতুন ভার্সন ভারতে আনল Yamaha

Suman Majumder Mon, 21 Jan 2019-8:33 pm,

কিছুদিন আগেই  R15 v3.0 এর নতুন ভার্সন লঞ্চ করেছিল Yamaha। সেই বাইকে ছিল ডুয়েল এবিএস। এবার Yamaha FZ V3.0 ভারতের বাজারে লঞ্চ করল তারা। 

Yamaha FZ মোটরসাইকেলের দাম ভারতে 95,000 টাকা। নতুন FZ-S মোটরসাইকেলের দাম তার থেকে মাত্র দুই হাজার টাকা বেশি। নতুন ভার্সনে নতু সংযোজন বলতে শুধু ডুয়াল চ্যানেল ABS।

আগের ভার্সনে ছিল স্প্লিট সিট। Yamaha FZ V3.0 তে রয়েছে সিঙ্গেল সিট। এছাড়া থাকছে সম্পূর্ণ LED হগেডলাইট ও নতুন ডিজাইন-এর তেলের ট্যাঙ্ক।

149cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জেক্টেড ইঞ্জিন থাকবে এই ভার্সনে। 13.2 bhp শক্তি আর 12.8 Nm টর্ক। সঙ্গে 5 স্পিড গিয়ারবক্স।

Honda CB Hornet 160R, TVS Apache RTR 160 4V, Bajaj Pulsar NS160, Hero Xtreme 200R-মডেলের বাইকগুলিকে কড়া টক্কর দিতে পারে ইয়ামাহা-র এই নতুন মডেল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link