Yamaha চালু করছে ভার্চুয়াল স্টোর, ঘরে বসেই গ্রাহকরা ঘুরবেন শো-রুমে
লকডাউনের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। ইয়ামাহাও বাদ যায়নি। এবার ধীরে ধীরে সেই ক্ষতির ধাক্কা কাটিয়ে উঠতে চাইছে সব সংস্থাগুলি। আর তাই বিক্রি বাড়াতে নতুন নতুন পথে এগোতে চাইছে তারা।
জাপানি মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা ইয়ামাহা এবার ভার্চুয়াল স্টোর তৈরি করছে গ্রাহকদের জন্য। তারা বুঝতে পেরেছে, ডিজিটাল-ই ভবিষ্যত। এবার ইয়ামাহার গ্রাহকরা ঘরে বসেই শোরুমে ঘুরতে পারবেন।
ইয়ামাহা এই ভার্চুয়াল শোরুমের মাধ্যমে ্গ্রাহকরা পছন্দের বাইকের স্পেসিফিকেশন, ফিচার্স, মাইলেজসহ সব তথ্য পাবেন। অনলাইন বুকিং হবে। আবার টেস্ট ড্রাইভ বুকিং করা যাবে।
যে কোনো মোটরসাইকেল বা স্কুটির পা্র্টস, অ্যাকসেসরিজ, অ্যাপারেল গ্রাহকরা এই স্টোরে পাবেন। গ্রাহকরা পছন্দের মডেল যাতে ভাল করে দেখতে পারেন তার জন্য ইয়ামাহা এই স্টোরে বিশেষ ফিচার্স অ্যাড করবে।
ইয়ামাহা ইন্ডিয়া গ্রুপ-এর প্রেসিডেন্ট মোটোফুমি সিতারা জানিয়েছেন, তাঁরা এই ভার্চুয়াল স্টোর নিয়ে অনেক পরিকল্পনা করছেন। গ্রাহকদের সবরকম সুবিধা দেওয়া হবে। শোরুমে না এসে মোটরসাইকেল পছন্দ করতেও গ্রাহকদের কোনো অসুবিধা হবে না। নিশ্চিত করছেন তিনি।