Kolkata Yellow Taxi: কলকাতার রাস্তা থেকে উধাও হবে হলুদ ট্যাক্সি? চলে এল বড়সড় আপডেট...

Mon, 25 Nov 2024-4:03 pm,

বর্তমানে কলকাতার রাস্তায় প্রায় ৭০০০ হলুদ ট্যাক্সি রাস্তায় দৌড়চ্ছে। 

কিন্তু বড়সড় বদল আসতে চলেছে কল্লোলিনী কলকাতার 'নস্টালজিয়া' হলুদ ট্যাক্সির।

 

এই বছর বসে যাচ্ছে ৪৫০০-র মত হলুদ ট্যাক্সি। কিন্তু কেন?

অনলাইন ক্যাব বুকিং আসার পর থেকেই ধীরেধীরে রাস্তায় কম চলতে শুরু করেছিল হলুদ ট্যাক্সি। 

এবার নতুন নিয়মের কারণে সেই সংখ্যা এবার আরও কমতে বসেছে। সিটি ট্রান্সপোর্টের নতুন নিয়ম অনুযায়ী ১৫ বছরের ঊর্ধ্বে সমস্ত হলুদ ট্যাক্সি আর রাস্তায় চলতে পারবে না। 

 

ভিক্টোরিয়া, ট্রাম এবং হাওড়া ব্রিজের পাশাপাশি কলকাতার হলুদ ট্যাক্সি অন্যতম আইকন।

তবে অ্যাম্বাসেডর তৈরি করা বন্ধ করেছে হিন্দমোটর। এদিকে রাস্তায় নতুন মারুতির গাড়ি নেমেছে ট্যাক্সি হিসেবে। সেগুলি আবার নীল-সাদা রঙের। এই আবহে ধীরে ধীরে কলকাতার রাস্তা থেকে 'হলুদ নস্টালজিয়া' মুছে যাবে বলে মনে করা হচ্ছে।

২০০৮ সালে কলকাতা হাইকোর্ট নিয়ম বানিয়েছিল ১৫ বছরের অধিক ট্যাক্সি রাস্তায় চলবে না। ফলে এই বছরই  কমে যাচ্ছে ৪৫০০-র মত হলুদ ট্যাক্সি। চিন্তায় বহু ট্যাক্সি চালক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link