রাজ্যে ৫দিন থেকেও মমতাকে কুম্ভের আমন্ত্রণ জানাতে পারলেন না যোগীর মন্ত্রী!
অঞ্জন রায়: লোকসভা ভোটের আগে প্রয়াগরাজে কুম্ভ নিয়ে মেতে উঠেছে যোগী সরকার। রাজকীয়ভাবে সাজানো হচ্ছে প্রয়াগরাজকে। আর কুম্ভে আমন্ত্রণ জানানো হচ্ছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
আমন্ত্রণপত্র নিয়ে উত্তরপ্রদেশ সটান বাংলায় হাজির যোগী আদিত্যনাথের মত্স্য ও ক্ষুদ্র দফতরের মন্ত্রী এসপি সিং বাঘেল। বাংলার সব মন্দিরের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নিমন্ত্রিতদের মধ্যে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।
তবে ৫দিন রাজ্যে থাকলেও একটা আক্ষেপ থেকে গেল যোগীর মন্ত্রীর। সময় চেয়েও সাক্ষাত্ হল না মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাঘেলের অভিযোগ, রাজনৈতিক কারণে কুম্ভের আমন্ত্রণপত্র গ্রহণ করলেন না বাংলার মুখ্যমন্ত্রী। তবে ওনার দফতরে আমন্ত্রণপত্র পাঠানো হবে বলে জানান তিনি।
অতিসম্প্রতি গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের প্রধান পুরোহিত জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে রাম মন্দির তৈরি হবে অযোধ্যায়। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বাঘেল বলেন,''আমাকে না করে এরাজ্যের সংখ্যালঘুদের করুন তাঁরা ভাল উত্তর দেবেন''।
কুম্ভকে ঘিরে হিন্দুত্বের তীব্র ঝড় তুলতে চাইছে বিজেপি। আর সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ছোঁয়াচ এড়ালেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের।