কয়েক মিনিটের মধ্যেই পেয়ে যান Pan Card, জেনে নিন কীভাবে?

Sat, 13 Mar 2021-6:07 pm,

নিজস্ব প্রতিবেদন: নতুন প্যান কার্ডের  (PAN) জন্য আর আগের মতো হাপিত্যেশ করে বসে থাকতে হবে না। অনলাইনে কয়েক মিনিটের মধ্যেই এবার হাতে আসবে প্যান কার্ড। 

১০ মিনিটেই পিডিএফের মাধ্যমে পেয়ে যাবেন প্যান কার্ড ( Permanent Account Number)।  

আয়কর দফতরের নতুন ব্যবস্থায় আধার কার্ড থাকলে সহজেই পেতে পারেন প্যান কার্ড।

প্রথমে যেতে ই-ফিলিং পোর্টালে। ক্লিক করতে হবে ‘Ínstant PAN through Aadhaar’ বিকল্পে। তারপর ক্লিক করতে হবে  ‘Get New PAN’।

আধার নম্বর দিলে চলে নথিবদ্ধ মোবাইলে নম্বরে আসবে ওটিপি। ওটিপি নিশ্চিত হওয়ার পর পিডিএফ আকারে পেয়ে যাবেন ই-প্যান কার্ড। 

৫০,০০০ টাকার বিমার প্রিমিয়াম জমা দিতে গেলে প্যান আবশ্যিক। নগদে ব্যাঙ্ক ড্রাফট ক্রয়, পে অর্ডার ও ব্যাঙ্কার চেক ৫০,০০০ টাকার উপরে হলেও লাগে প্যান। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link