একজনের বরাদ্দ ৫০০ টাকার তেল, কোনওভাবেই তার বেশি কিনতে পারবেন না
বৃষ্টি কমেছে। ধীরে ধীরে নামছে বন্যার জল। ত্রাণ শিবির থেকে ঘরমুখী মানুষ। বন্যাবিধ্বস্ত কেরলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ।
৫০ বছরের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কেরলের জনজীবন। বন্যাবিধ্বস্ত কেরলের সামনে এখন জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চ্যালেঞ্জ।
রাজ্যজুড়ে এখন শুধুই হাহাকার। নিদারুণ অভাব।
শাকসবজি, খাবার-দাবার থেকে নিত্য প্রয়োজনীয় সব জিনিসেরই তুমুল আকাল।
শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলের অবস্থা আরও সঙ্গীন। ভরসা বলতে ত্রাণকর্মীরা আর প্রশাসন।
বন্যাবিধ্বস্ত কেরলে পেট্রোল পাম্পের ভাঁড়ারেও টান। এই পরিস্থিতিতে ক্রয়ের উপর লাগাম টেনেছে প্রশাসন।
একজনের জন্য বরাদ্দ সর্বোচ্চ ৫০০ টাকার তেল। অর্থাত্ ৫০০ টাকার বেশি তেল কিনতে পারবে না একজন।