সাফাই অভিযানে ইউ টিউব, ভিডিয়ো দেওয়ার আগে এবার সতর্ক হোন আপনিও
এবার থেকে ইউ টিউবে ভিডিয়ো পোস্ট করার আগে সতর্ক হোন আপনিও। গত মাসে প্রায় ত্রিশ হাজার ভিডিয়ো মুছে ফেলেছিল ইউ টিউব। এবার প্রায় লাখখানেক ভিডিয়ো মুছে ফেলল সংস্থাটি।
ইউ টিউব দাবি করেছে, তারা ৫০ কোটি মন্তব্যও মুছে দিয়েছে। সেইসব মন্তব্য শালীনতার মাত্রা অতিক্রম করেছিল। বেশ কিছু মন্তব্য আবার ঘৃণা ও হিংসার সঞ্চার করেছিল।
ভিডিয়ো ও মতামত প্রকাশ করা হয়েছে এমন ১৭ হাজার অ্যাকাউন্টও নাকি মুছে দিয়েছে ইউ টিউব।
ইউ টিউবের দাবি, মুছে ফেলা ভিডিয়োর ৮০ শতাংশ অন্য ব্যবহারকারীরা দেখে ফেলার আগেই সরিয়ে দেওয়া হয়েছে।
মুছে ফেলা ভিডিয়োগুলির মধ্যে বেশিরভাগ স্প্যাম। কিছু ভিডিয়ো আবার ঘৃণাবাচক তথ্য প্রচার করেছে বলে অভিযোগ।