Amrit Bharat Station: অমৃত ভারত! আপনার খুব চেনা স্টেশনগুলো বদলে যাবে এমনই...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রীর।
বাংলা জুড়ে প্রধানমন্ত্রীর অমৃত ভারত স্কিমে রয়েছে মোট ১৯টি স্টেশন।
গোটা দেশে ২৮টি স্টেশনের নতুন করে শিলান্যাসের জন্য ৭০৪ কোটি টাকা খরচ করছে ভারতীয় রেল। শুধু বাংলা-ই পাচ্ছে ৫৪৪ কোটি টাকা।
বিভিন্ন স্টেশনের নতুন মডেলের ভিডিয়ো পোস্ট করা হয়েছে বঙ্গ বিজেপির অফিসিয়াল পেজ থেকে।
বিভিন্ন পোস্ট করা ভিডিয়োর ক্যাপশনে লেখা স্টেশনের নাম। এবং লেখা আছে, 'পশ্চিম বাংলার সার্বিক উন্নয়নে @narendramodi সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ!'
শনিবার পূর্ব রেলওয়ের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে এই বিষয়ে জানানো হয়।
ইতিমধ্যে স্টেশনগুলির মান উন্নয়নের কাজ শুরু হয়েছে।
বাংলার বহু স্টেশনের ভোল বদলে ফেলা হবে এই অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে।দমদম স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে ৭,৯৪ কোটি টাকা।
দমদম স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে ৭,৯৪ কোটি টাকা। ইতিমধ্যে স্টেশনগুলির মান উন্নয়নের কাজ শুরু হয়েছে।
স্টেশনগুলির মান উন্নয়নের পাশাপাশি যাত্রীদের জন্য একাধিক সুবিধা থাকবে সেখানে।
স্টেশন অ্যাক্সেসের উন্নতি, সঞ্চালন এলাকা, ওয়েটিং হল, টয়লেট, লিফট/এসকেলেটর, প্রয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফ্রি ওয়াই-ফাই, স্থানীয় পণ্যগুলির জন্য কিয়স্ক।
এক স্টেশন এক পণ্যে'র মতো স্কিম স্টেশনগুলিতে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, 'অমৃত ভারত স্টেশন' প্রকল্পের আওতায় বনগাঁ স্টেশনের বরাদ্দে ২৯.৫৪ কোটি টাকা।
আধিকারিকরা বলেন, পূর্ব রেলওয়ে রেলের পরিকাঠামো উন্নয়নে একটি বড় জোর দিয়েছে।
নতুন লাইন থেকে শুরু করে রোড আন্ডার ব্রিজ , রোড ওভার ব্রিজ নির্মাণ এবং অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে স্টেশনগুলির পুনঃউন্নয়ন পর্যন্ত, পূর্ব রেলের উপর একটি বিশাল কাজ চলছে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।
প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে এই ঐতিহাসিক মুহূর্তের কথা তুলে ধরে জানিয়েছেন, ৪১ হাজার কোটি টাকা ব্যয়ে রেলের পরিকাঠামো উন্নয়নের এই ২০০০টি প্রকল্প তিনি জাতির উদ্দেশে উৎসর্গ করছেন।