চিতাবাঘ মেরে চামড়া পাচারের চেষ্টা, ধৃত যুবক
চিতাবাঘের চামড়া পাচার করতে গিয়ে ধৃত যুবক। আশিস ছেত্রী নামে ওই যুবককে জলপাইগুড়ির ওদলাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক দার্জিলিং থেকে ভুটানে চিতাবাঘের চামড়া নিয়ে যাচ্ছিল।
জানা গিয়েছে, দিন পাঁচেক আগে দার্জিলিঙের টাকভার চা বাগানে ফাঁদ পেতে চিতাবাঘটিকে ধরা হয়েছিল।
এরপর চিতাবাঘটিকে মেরে চামড়া ছাড়িয়ে দেহ পুঁতে ফেলা হয়েছিল এলাকাতেই।
চামড়াটি ভুটানের এক বাসিন্দার কাছে ৩ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করার কথা ছিল।
গোপনসূত্রে খবর পেয়ে, বেলাকোবা রেঞ্জ অফিসার তথা টাস্ক ফোর্স প্রধান সঞ্জয় দত্ত ক্রেতা সেজে অভিযান চালান। তখনই আশিস গ্রেফতার হয়।