Cyclone Jawad: উত্তাল সমুদ্রের সামনে দাঁড়িয়েই বিপজ্জনকভাবে সেলফি তোলার হিড়িক দিঘায়

Sun, 05 Dec 2021-2:00 pm,

নিজস্ব প্রতিবেদন : জাওয়াদের প্রভাবে ওড়িশা উপকূলে পুরীতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে বর্তমানে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে প্রবল বৃষ্টি হচ্ছে পুরী উপকূলে। একইসঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও।

একদিকে জাওয়াদের জেরে ভারী বৃষ্টি, অন্যদিকে ভরা কোটাল, দুয়ের জেরে দিঘার সমুদ্রে দেখা দিয়েছে জলোচ্ছ্বাস। এদিকে উত্তাল সমুদ্রের সামনে দাঁড়িয়েই বিপজ্জনকভাবে সেলফি তুলতে দেখা গেল বেশ কয়েকজনকে। তাঁরা পর্যটক না স্থানীয় বাসিন্দা, সে সম্বন্ধে নিশ্চিত করে জানা না গেলেও, এই ছবি নিঃসন্দেহে যে দায়িত্বজ্ঞানহীতার-ই পরিচয় দেয়, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, জাওয়াদ নিয়ে সতর্কতামূলক মাইকিং চলছে শনিবার থেকেই। পর্যটকদের সমুদ্রের ধারে ঘেঁষতে বারণ করা হয়েছে। মোতায়েন রয়েছে জিএমজি টিম। তারপরেও ক্যামেরাবন্দি হয়েছে সেলফির নেশায় 'দুঃসাহসিকতার' এই ছবি। 

তবে পুরীর সৈকতে লক্ষ্য করা গেল বিপরীত ছবি। সেখানে সৈকত ফাঁকা। খালি করে দেওয়া হয়েছে পর্যটকদের। ক্রমাগত চলছে মাইকিং। সৈকতে মোতায়েন রয়েছে NDRF টিম।

জাওয়াদের দাপটে ওড়িশার পুরী সহ বঙ্গ উপকূলে ভারী বৃষ্টির জেরে ইতিমধ্য়েই জলমগ্ন হয়ে পড়েছে রাস্তাঘাট। এর পাশাপাশি, রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়ায়, দিনের বেলাতেও হেডলাইট জ্বেলে গাড়ি চলছে। আরও ঘণ্টা ছয়েক গভীর নিম্নচাপ হিসেবে পুরীতেই বৃষ্টিপাত ঘটিয়ে আজ মধ্যরাতে সাধারণ নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে জাওয়াদ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link