Yuganayak Vivekananda : বিলের বিবেকানন্দ হয়ে ওঠার গল্প বলবে `যুগনায়ক স্বামী বিবেকানন্দ`

Wed, 08 Jun 2022-6:54 pm,

জগৎ জননী মা সারদা, করুণাময়ী রাণী রাসমণি-র পর এবার স্বামী বিবেকানন্দ-কে নিয়ে আসছে টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক। নাম 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ'। 

সম্প্রতি বেলুড় মঠের ১২৫তম প্রতিষ্ঠা দিবসে নির্মাতাদের তরফে 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ' ধারাবাহিকটির কথা ঘোষণা করা হয়।

৬ জুন থেকে টিভির পর্দায় শুরু হয়েছে 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ' ধারাবাহিকটির সম্প্রচার।

রাকেশ ঘোষের চিত্রনাট্য ও সংলাপ নিয়ে তৈরি হচ্ছে এই ধারাবাহিকের। যেটির পরিচালনা করছেন সুশান্ত বোস। এই ধারাবাহিকে 'বিলে'র ভূমিকায় অভিনয় করবেন সাফল্য দেবনাথ। 

ছোট্ট দুরন্ত 'বিলে'র নরেন্দ্রনাথ দত্ত থেকে ক্রমশ স্বামী বিবেকানন্দ হয়ে ওঠা, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা সবই উঠে আসবে ধারাবাহিকে। 

ধারাবাহিকের নির্মাতারা জানাচ্ছেন, প্রথম পর্যায়ে দত্ত পরিবারের পারস্পরিক সম্পর্ক, বিশ্বনাথ দত্ত ও ভূবনেশ্বরী দেবীর দাম্পত্য, ছোট্ট বিলের জন্ম, ছোটবেলা সহ নানান কিছু উঠে আসবে। 

ধারাবাহিকের দ্বিতীয় পর্যায়ে উঠে আসবে নরেন্দ্রনাথ দত্তের আত্মিক অস্থিরতা, ঈশ্বর অন্বেষণ, শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সংস্পর্শে এসে তাঁর জীবনের গতি পরিবর্তন সহ নানান বিষয়। 

এই ধারাবাহিকে 'বিলে'র চরিত্রে উঠে আসবে সাফল্য দেবনাথ, ভূবনেশ্বরীর দেবীর চরিত্রে কন্যাকুমারী চন্দ, বিশ্বনাথ দত্তের ভূমিকায় তীর্থ মল্লিক, উমাশশীর ভূমিকায় নমিতা চক্রবর্তী, কালীপ্রসাদের ভূমিকায় দেখা যাবে দেবনাথ চট্টোপাধ্যায়কে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link