Yusuf Pathan: শেষ রবিবাসরীয় উপনির্বাচনের প্রচারে চা বাগানে ইউসুফ পাঠান...
বিন্নাগুড়ি বাজারে প্রচারের গিয়ে ব্যাট এবং বলে অটোগ্রাফ দিলেন ইউসুফ।
-তথ্য: প্রদ্যুৎ দাস
বিন্নাগুড়ির পর গয়েরকাটা এলাকায় প্রচারে তুলেনন ঝড়।
-তথ্য: প্রদ্যুৎ দাস
মাদারি হাট উপনির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত, প্রচারে এসে দাবী ইউসুফ পাঠানের।
-তথ্য: প্রদ্যুৎ দাস
বিন্নাগুড়ি ও গয়েরকাটা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর হয়ে প্রচারে ক্রিকেটার তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান রবিবার ঝড় তুললেন প্রচারের। ভোট প্রচারে এসেও ক্ষুদে ক্রিকেটারদের আবদারে সাড়া দিয়ে অটোগ্রাফ দিলেন ব্যাটে।
-তথ্য: প্রদ্যুৎ দাস
এদিনের বানার হাটে ভোট প্রচারে আসেন ইউসুফ পাঠান, উল্লেখ্য, বানার হাট জলপাইগুড়ি জেলার অধীন হলেও এই ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত মাদারিহাট বিধানসভা নির্বাচন কেন্দ্রের অধীন রয়েছে, সেই দুটি গ্রাম পঞ্চায়েতের আওতায় রয়েছে চারটি চা বাগান।
-তথ্য: প্রদ্যুৎ দাস
এদিনের প্রচার অভিযানে ইউসুফ পাঠানের সঙ্গে ছিলেন প্রার্থী জয়প্রকাশ টোপ্পো, রাজগঞ্জ এর বিধায়ক খগেশ্বর রায়,জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।
-তথ্য: প্রদ্যুৎ দাস
ভোট প্রচারের ফাঁকে সাংসদ ইউসুফ পাঠান ফলাফল প্রসঙ্গে বলেন, যেভাবে সারা বছর ধরে তৃণমূল কর্মীরা মানুষের সঙ্গে থেকে কাজ করেন সেই কারণে এই কেন্দ্রে জয়প্রকাশ টোপ্পোর জয় নিশ্চিত।
-তথ্য: প্রদ্যুৎ দাস