ব্রডকে ছয় ছক্কার নেপথ্যে এবার অন্য গল্প শোনালেন যুবরাজ
২০০৭ টি- টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছটা ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। যা আজও মনে আছে সকলের।
সেদিন ফ্লিনটফ নাকি তাতিয়ে দিয়েছিলেন, আর তাতেই কোপ পড়ে ব্রডের এর উপর। একবারে ছটা ছক্কা হাকান যুবি- এতদিন এই গল্প শোনা গিয়েছিল, এবার অন্য কথা বলছেন সেই ছয় ছক্কার কারিগর।
ছয় ছক্কার কারিগর বলছেন পরেরদিন স্টুয়ার্টের বাবা ক্রিস ব্রড দেখা করেছিলেন যুবির সঙ্গে, অটোগ্রাফও নাকি তিনি চেয়েছিলেন।
যুবি বলেন," ম্যাচ রেফারি ক্রিস ব্রড পরের দিন আমার সঙ্গে দেখা করেন। বলেন তুমি তো স্টুয়ার্টের এক ওভারে ছটা ছয় মেরে ওর কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছ। একটা টি-শার্ট এ অটোগ্রাফ দাও, ওটা আমি স্টুয়ার্টকে দেব।"
এরপর যুবরাজ বলেন, "ভারতের একটা জার্সিতে লিখেছিলাম আমি এক ওভারে ছটা ছয় খেয়েছি। এই পরিস্থিতি কতটা খারাপ লাগে আমি ভালো করে জানি।"