ZEE বাংলা ফুটবল লিগ: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকার মেলা

Sukhendu Sarkar Wed, 31 Jul 2019-7:32 pm,

অনূর্ধ্ব-১৯ ZEE বাংলা ফুটবল লিগে প্রথম বর্ষে যুগ্মবিজয়ী ইস্টবেঙ্গল-মোহনবাগান। (ছবি সৌজন্যে- সুখেন্দু সরকার)

বুধবার ইস্টবেঙ্গল-মোহনবাগান দলকে ট্রফি ও ৪০ লাখ টাকার চেক দুই দলকে আলাদা আলাদা করে তুলে দেওয়া হল। (ছবি সৌজন্যে- সুখেন্দু সরকার)

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মধ্যমণি প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। (ছবি সৌজন্যে- সুখেন্দু সরকার)

 

ফেয়ার প্লে ট্রফি : বর্ধমান ড্রিবলার্স(৩ লক্ষ টাকা)  

গোল্ডেন গ্লাভস : পূর্ব মেদিনীপুরের কেশব ধারা (২ লক্ষ টাকা)

 

গোল্ডেন বুট : মোহনবাগানের শুভ ঘোষ(২ লক্ষ টাকা)। পুরস্কার নিয়ে মঞ্চে মা কে ডেকে নেন শুভ। এই পুরস্কার মা-কে উত্সর্গ করলেন শুভ। (ছবি সৌজন্যে- সুখেন্দু সরকার)

 

গোল্ডেন বল : ইস্টবেঙ্গলের দীপ সাহা(২ লক্ষ টাকা), সঙ্গে লিডস ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সুযোগ। (ছবি সৌজন্যে- সুখেন্দু সরকার)

 

সৌরভের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত সহ একাধিক প্রাক্তন ফুটবলার এবং ZEE গ্রুপের কর্তারা। (ছবি সৌজন্যে- সুখেন্দু সরকার)

ZEE বাংলা সা-রে-গা-মা-পা খ্যাত গৌরব সরকার এবং স্নিগ্ধজিত্ ভৌমিকের গান ছিল এদিনের অনুষ্ঠানে বাড়তি পাওনা। (ছবি সৌজন্যে- সুখেন্দু সরকার)

 

টেলি অভিনেত্রীদের উজ্জ্বল উপস্থিতি এদিনের অনুষ্ঠানে ছিল চোখে পড়ার মতো।       (ছবি সৌজন্যে- সুখেন্দু সরকার)   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link