#ZeeMahaExitPoll: রাজস্থানে বসুন্ধরার রাজে থাবা কংগ্রেসের
রাজস্থানে ক্ষমতা ধরে রাখতে পারছে বিজেপি। ২৫ বছরের ট্রেন্ড ধরেই এবারও সে রাজ্যে সরকারের পরিবর্তন হচ্ছে। গত ২৫ বছর ধরে কোনও দলই রাজস্থানে দ্বিতীয়বার ক্ষমতায় প্রত্যাবর্তন করতে পারেনি। জি মহা এক্সিটপোলেও সেই ছবি ধরা পড়ল। বসুন্ধরা রাজের সরকারের উপরে ভরসা নেই রাজস্থানবাসীর। সে রাজ্যে কংগ্রেসের পক্ষেই বড়সড় জয়ের ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা।
#ZeeMahaExitPoll অনুযায়ী, রাজস্থানে ১০৯টি আসন পেয়ে সরকার গঠন করতে পারে কংগ্রেস। ৮০টি আসনেই থমকে যাচ্ছে বিজেপি।
বিজেপি ৬৩, কংগ্রেস ১৩০, বসপা ১ ও অন্যান্য ০৬।
বিজেপি ৮০-৯০, কংগ্রেস ১০০-১১০, বসপা ১-৩ ও অন্যান্য ৬-৮।
রিপাবলিক-জন কি বাত বিজেপি ৯৩ , কংগ্রেস ৯১, বসপা ০০ ও অন্যান্য ১৫। তবে সি ভোটার সমীক্ষায় বিজেপির থেকে অনেকখানি এগিয়ে কংগ্রেস।
বিজেপি ৮৫, কংগ্রেস ১০৫, বসপা ০২ ও অন্যান্য ০৭।