Zimbabwe World Record: অবিশ্বাস্য বিশ্বরেকর্ড! ২০ ওভারে নাকি উঠল ৩৪৪ রান, কেউ ভেবেছিল কখনও?

Thu, 24 Oct 2024-3:03 pm,

টি-২০ বিশ্বকাপে আফ্রিকার উপ-আঞ্চলিক পর্বের, কোয়ালিফায়ার ম্য়াচে লেখা হল ইতিহাস! তৈরি হল বাইশ গজে নতুন বিশ্বরেকর্ড! গত ২৩ অক্টোবর গ্রুপ-'বি'র ম্য়াচে, নাইরোবির রুয়ারকা স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল জিম্বাবোয়ে ও গামবিয়া! আর এই ম্যাচেই সব রেকর্ড ভেঙে তছনছ হয়ে গেল!

 

অধিনায়ক সিকন্দর রাজার বিধ্বংসী ব্য়াটে (৪৩ বলে অপরাজিত ১৩৩ রান) ভর করে জিম্বাবোয়ে ২০ ওভারে তুলল ৪ উইকেটে ৩৪৪ রান! কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে আজ পর্যন্ত এত রান কখনও ওঠেনি! সিকন্দর ছাড়াও ফিফটি প্লাস ইনিংস খেলেছেন ব্রায়ান বেনেট (২৬ বলে ৫০) ও ক্লাইভ মাদানদে (১৭ বলে অপরাজিত ৫৩)।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা যাক টি-টোয়েন্টিআই-তে এক ইনিংসে সর্বাধিক রানের মালিক কিন্তু অ্যারন ফিঞ্চ! প্রাক্তন অজি অধিনায়ক জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭৬ বলে ১৭২ রান করেছিলেন। ফিঞ্চেরই আবার ৭০ বলে ১৫৬ রানের ইনিংসের রেকর্ডও রয়েছে। টি-টোয়েন্টিআই-তে এক ইনিংসে সর্বাধিক রানশিকারির তালিকায় এক এবং তিনে প্রাক্তন অজি অধিনায়ক। দুয়ে আছেন আফগানিস্তানের হজরাতুল্লাহ জাজাই। ৬২ বলে অপরাজিত ১৬২ রানে ইনিংস খেলেছিলেন তিনি।

গাম্বিয়া ৩৪৫ রানের টার্গেট নিয়ে ব্য়াট করতে নেমে, ১৫ ওভারের মধ্য়ে ৫৪ রানে গুটিয়ে গেল। জিম্বাবোয়ে জিতল ২৯০ রানে! রিচার্ড নারাভা ও ব্রেন্ডন মাউতা নিয়েছেন তিনটি করে উইকেট! দুই উইকেট ওয়েসলি ম্য়াডহেভিয়ারের। এক উইকেট রায়ান বার্লের!

জিম্বাবোয়ে-গাম্বিয়া ম্য়াচের আগে টি২০আই-তে সর্বাধিক রানের রেকর্ড ছিল নেপালের। হাংঝাউতে তারা মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪/৩ তুলেছিল। তিনে থাকবে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে কিছুদিন আগেই সূর্যকুমার যাদবরা ২৯৭/৬ তুলেছিল

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link