ফিরে এল বিলুপ্ত মাছ! বিস্মিত পরিবেশবিদেরা

Soumitra Sen Fri, 12 Mar 2021-12:52 pm,

 এমন আবার হয় নাকি! ফিরে এল বিলুপ্ত হয়ে-যাওয়া মাছ! এমনই মিরাকল ঘটেছে অস্ট্রেলিয়ায়। মাছটির নাম গাজিওন (Gudgeon)। সম্প্রতি ভিক্টোরিয়ার ওয়েটল্যান্ডসে এই বিশেষ প্রজাতির মাছের দেখা পাওয়া গিয়েছে।

গবেষকেরা জানিয়েছেন, এমন ঘটনা সত্যিই বিরল। বিলুপ্ত হয়েও কী ভাবে পৃথিবীতে ফিরে এল এই মাছ, তা নিয়ে শুরু হয়েছে বিস্তারিত ও উচ্চ পর্যায়ের গবেষণা। 

গাজিওন দেখতে ভারী সুন্দর। নীল শরীরে বেগুনি ছোপ। বছরকুড়ি আগে এই মাছটিকে বিলুপ্ত বলে ঘোষণা করেছিল প্রশাসন। অস্ট্রেলিয়ার মিডল রেডি লেকে দু'টি গাজিওনের দেখা মিলেছিল দুই বছর আগেও। 

এর পরেই এ ব্যাপারে গবেষণার উদ্দেশ্যে সার্দান পার্পল স্পটেড গাজিওন অ্যাডভাইসারি গ্রুপ (Southern Purple Spotted Gudgeon Advisory Group) তৈরি করা হয়েছিল। 

 

ওই দলটিই এবার আবার নতুন করে একই মাছের দেখা পেয়েছে বলে জানানো হয়েছে। বিলুপ্ত হয়েও ফিরে আসা মাছকে আপাতত 'জোম্বি ফিশ' (Zombie Fish) নামে আখ্যা দেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পরিবেশবিদ ও প্রকৃতিবিদদের মহলে। সকলেই খুশি কিন্তু কৌতূহলী। কী ভাবে ফিরতে পারল মাছটি তা প্রাণিবিদ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায় হতে চলেছে, বলে মত তাঁদের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link