পুষ্পিতা সেন  গুপ্তা


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যে আকাশ আমার জানলায় উঁকি মারে তা তুমিও দেখো রোজ


যে চাঁদ তোমার ঘরে আসে সে আমাকেও সুখ দেয়


একই সূর্য্য তারা তোমাকে আমাকে আলো দেয়,


তবু তুমি আর আমি আলাদা


তোমার বাড়ি আমার বাড়ি অন্য দেশ


তোমার দিন আমার রাত অন্য বেশ


সীমান্তর লড়াইয়ে কখনো তুমি জেতো কখনো আমি


নামের ফেরে ভাগ করেছি জল স্থল পাহাড় নদী


তবু মন, তোমাকে ভাগ করতে পারলাম কই?


কথায় সুরে যে আজও এক হয়ে রই |


সে যে দেশের সীমা ছেড়ে ঘুরে আসে বিদেশে


কালের সীমা ছেড়ে ছুঁতে চায় অসীমকে


আমায় বন্দী কোরো দিগন্ত মাঝে


ছোটো গন্ডীতে যেন না যাই হারিয়ে।।