কলকাতা মানেই হাতে টানা রিক্সা, ঐতিহ্যের ট্রাম। কলকাতায় মাথা তুলে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন ব্রিটিশ স্থাপত্য। কলকাতা মানে কফি হাউস। কলকাতা মানে কুমারটুলি। কলকাতা মানে ভাঁড়ে চা। কলকাতা মানেই শিল্প। কলকাতা মানেই নগর পটুয়াদের আঁতুড়ঘর। এই প্রথমবার শারদীয়া ই-ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে কলকাতার কালীঘাটের পটুয়া পাড়ার ওপর তথ্যচিত্র। পটচিত্রের সংস্কৃতির ওপর তৈরি তথ্যচিত্র, 'নগর পটুয়া' (ডিরেক্টর- সৌরভ গুহ, ডিরেক্টর অফ ফটোগ্রাফি- বাপন সাউ)।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রং তুলির প্রেমে ক্যানভাসের জীবন্ত হয়ে ওঠার ছবি। পটচিত্রের প্রদীপ এখন প্রায় নিষ্প্রভ। তবুও একটা গভীর অন্ধকারে মোমবাতির শেষ শিখা যেন আলোকঝরনার মত দীপ্তিময়। কলকাতার আদিম ফুটমার্ক থেকে পাওয়া এক টুকরো জীবনের ছবিই এই তথ্যচিত্র। পটে পরিচয়। 'এঁকে যা ভাস্কর...'।