সোনালী দত্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদি ঢেউ বুকে নিয়ে শুনে নিস তুই ঝড় সমুদ্র ফিউসন
আমি লালটুস কোনো সাইবারে ঢুকে বরবাদ করি সন্ধে
আরে, জীবন মানে তো টি ভি সিরিয়াল, সকাল বিকেল টিউশন
আমি এ জালে ও জালে আটকে বেড়াই প্রফিট লসের গন্ধে


যদি কর্ণেটে সুর তুলে নেয় সেই গলির মোড়ের কান্ত
যদি হরিপদ হেসে টপকিয়ে যায় কিনু গোয়ালার গন্ডী
আমি সামলে নিচ্ছি ওড়না, তুই পাগোল শাড়ীর প্রান্ত
তুই সাইক্লোন হয়ে বইছিস, আমি ক্যাল্কুলেটারে মন দি'


তুই লিখিস উড়ান গল্প, আর বেপরোয়া হতে ব্যস্ত
আমি পায়ে পায়ে হাঁটি, গায়ে গায়ে পাছে লেগে যায় কারো হাত টাত
জানি, বেহিসেবী এই বিশ্বের ভার তোর দৃঢ় হাতে ন্যস্ত
আমি চিন্তায় রাখি ফুটো ছাতা আর আগুন দরের ভাত টাত


তুই সূর্যের সাথে দোস্তি পাতিয়ে জিতে নিয়েছিস কান্না
আমি সানস্ক্রিন মাখা ভীরু মুখ ঝুঁকে মাটিতে মিশিয়ে হাঁটছি
তুই বিজয়ীর মতো গলায় ঝোলাস দু:খের হীরা পান্না
আমি জানি না কীসের লক্ষ্যে এমন সুবিধের কাদা ঘাঁটছি